Friday, March 21

কানাইঘাটে প্রবাসী হত্যার প্রধান আসামি পুলিশের জালে


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামী সাজু আহমদ (২০)কে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সাজু আহমদকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার পর থেকে হত্যাকারীদের গ্রেফতার করতে কানাইঘাট থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ও কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মার তত্ত¡াবধানে থানার একটি বিশেষ আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দিনেরটুক এলাকায় শারাশি অভিযান পরিচালনা করে বুধবার গভীর রাতে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সাজু আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
প্রসজ্ঞত যে, উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে গত রবিবার রাত ১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) ও তার বড় ভাই রাজা মিয়া আপন ভগ্নিপতি সালেহ আহমদকে তার নিজ বাড়িতে হামলাকারীদের নির্যাতন থেকে বাঁচাতে এগিয়ে আসলে সালেহ আহমদের চাচাতো ভাই রাজু আহমদ, সাজু আহমদ ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার ভাই রাজা মিয়াকে গুরুত আহত করে। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদ মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়