Friday, March 21

কানাইঘাটে আহমদ শামছ সেবা ফাউন্ডেশন আয়োজিত কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেটের কানাইঘাটে সামাজিক অরাজনৈতিক সংগঠন আহমদ শামছ সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত অনলাইন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ বাজারস্থ মাদানী পাঠাগারে অনলাইন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। দেশের নানা প্রান্ত থেকে অনলাইন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্তে ও  আব্দুল কুদ্দুস মিছবাহ’র সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  আসজাদ আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দেশ আনসারুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রশিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দেশ আনসারুল উলূম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সিদ্দিক বিন মুহাম্মাদ, ইমদাদুল উলূম উমরগন্জ  মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান আহমদ,আকুনী মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ফয়জুল হাসান,বড়দেশ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ জসিম উদ্দিন,বড়দেশ খালোপার পূর্ব জামে মনজিদের ইমাম হাফিজ মাওলানা তোফায়েল আতিক  ,নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এনাম উদ্দিন প্রমুখ।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়