নিজস্ব প্রতিবেদক ::
মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদনের প্রেক্ষিতে কানাইঘাটের ক্যান্সার আক্রান্ত এক মহিলার পরিবারকে সরকারিভাবে ৩০ হাজার টাকা অনুদান এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের মধ্যে বি ক্যাটাগরির এক আহতকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে প্রথমে রাষ্ট্রপতির কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদনের প্রেক্ষিতে উপজেলার বড়চতুল ইউপির লখাইরগ্রামের ক্যান্সারে আক্রান্ত আনোয়ারা বেগম যিনি আবেদন করার পর মারা যান, তার মেয়ে মার্জিয়া বেগমের হাতে সরকারি অনুদানের ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।
পরে জুলাই-২০২৪ গণঅভ্যূত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে অনুদান ও শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বি ক্যাটাগরির আহত যোদ্ধা কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনদাইল দক্ষিণ গোয়ালজুর গ্রামের সাফিয়ান চৌধুরীকে ১ লক্ষ টাকার চেক তুলে দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
চেক প্রদানকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, মহামান্য রাষ্ট্রপতির তহবিল থেকে ক্যান্সারে আক্রান্ত মৃত আনোয়ারা বেগমের পরিবারকে এবং জুলাই আন্দোলনে আহত সাফিয়ান চৌধুরীকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। রাষ্ট্র সব-সময় অসহায় মানুষের পাশে রয়েছে। বিভিন্ন সময়ে সরকারি অনুদান প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পাশে সব-সময় সরকার রয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়