কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার বড়দেশ বাজারে ইফতার মাহফিল করেছে ছাত্র জমিয়ত বড়দেশ আঞ্চলিক শাখা।
বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বড়দেশ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও শাখা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আবুল হাসান, হাফিজ মুহাম্মদ বিন বশির ও হাফিজ আজাদ আহমদের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মিছবাহ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বানীগ্রাম ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি সুলতান-আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা ফয়জুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মীম সালমান,সিলেট জেলা যুব জমিয়তের সদস্য মাওলানা নূরুল আম্বিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মঈন উদ্দিন, বড়দেশ শ্রমিক সমিতির সভাপতি জনাব সেলিম আহমদ, বড়দেশ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, হাফিজ জসিম উদ্দিন, আব্দুস শাকুর, হারুন মেম্বার, ছাত্র জমিয়ত নেতা কামাল উদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ।
সিলেট জেলা যুব জমিয়তের সদস্য মাওলানা নূরুল আম্বিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মঈন উদ্দিন, বড়দেশ শ্রমিক সমিতির সভাপতি জনাব সেলিম আহমদ, বড়দেশ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, হাফিজ জসিম উদ্দিন, আব্দুস শাকুর, হারুন মেম্বার, ছাত্র জমিয়ত নেতা কামাল উদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজানের খাস পুরষ্কার ‘শবে কদর’। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। একেকটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য।
বক্তারা আরও বলেন, প্রিয় নবী (সা.) বলেন, ‘যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।শয়তানকে বন্দী করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়