কানাইঘাট নিউজ ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার(২০ মার্চ) রাজাগঞ্জ বাজারস্থ শুকরিয়া মার্কেট হলরুমে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানি।
তিনি তার বক্তব্যে বলেন- দীর্ঘ কয়েক দশক থেকে 'সন্ত্রাসী ইহুদি' সম্প্রদায় মজলুম ফিলিস্তিনিদের উপর প্রভাব বিস্তার করে অবিরত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। ইতিহাস বলে- মুসলমানরা হচ্ছে ফিলিস্তিনের আদী অধিবাসী। ইহুদিরা শরনার্থী হিসেবে ফিলিস্তিনে এসে পরবর্তীতে স্থানীয়দের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে তাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে পবিত্র রমজানের রাতে নিরীহ ফিলিস্তিনিদের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরব বিশ্বসহ মুসলিম রাষ্ট্রগুলোকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, রাজাগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, নাইবে মুহতামিম মাওলানা আব্দুল জলিল, ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল, সৌদআরব জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন, রাজাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের মিসবাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি ছইফুদ্দিন, মাওলানা কয়সর আহমদ, সেক্রেটারি নিমার মিয়া (সাবেক মেম্বার), বাংলাদেশ খেলাফত মজলিস রাজাগঞ্জ ইউনিয়নের নেতা মাওলানা আব্দুর রহমান সোহরাব, খেলাফত মজলিস বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার দায়িত্বশীল মাওলানা জুবের আহমদ, যুবদল নেতা ফয়সল আহমদ, সুলতান আহমদ, আল মাসুদ তালুকদার, আলী হুসেন, সাবেক ছাত্রদল নেতা সালমান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান সহ কয়েকজন যুবক ও তরুণ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এছাড়াও মির্জারগড় গ্রামের একজন ছাত্র জমিয়ত কর্মীর ঘর মেরামত করার জন্য নগদ অর্থ হস্তান্তর করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা হারুন রশীদ, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা বাহা উদ্দিন, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আলী আবদীন, জেলা উত্তর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত নেতা জাহেদ আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, মাহমুদুল হাসান, রাহীম আহমদ, মাসুম আহমদ, আব্দুল্লাহ আরিয়ান শাফী প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়