নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরীব ও দুস্থদের নিয়ে কানাইঘাট পৌর বিএনপি ৮নং ওয়ার্ড ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মানিক উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা রুহুল আমিন এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানের যৌথ পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি নুরুল হুসেন বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, পৌর বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম রুকন, ক্রীড়া সম্পাদক রাশিদুল হাসান টিটু, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাও. আজির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদল নেতা বদরুল ইসলাম মেম্বার, হেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক রুহুল আমিন, পৌর যুবদলের আহবায়ক মামুন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য মীম সালমান।
উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা শফিক আহমদ, ইসলাম উদ্দিন, আবুল কালাম, আম্বিয়া, শামীম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক রেদোয়ান আহমদ, আসবেল, ফখরুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতার পূর্ব বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়