নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্যাতন ও নিপীড়নের কারনে সভা সমাবেশ করতে পারেনি। এখন স্বাধীন ভাবে দেশের মানুষ তাদের মতপ্রকাশ এবং রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছেন। তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পবিত্র রমজান মাসের দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বিএনপি সব-সময় গণতন্ত্র, আইনের শাসন ও ধর্মীয় মতপ্রকাশের পক্ষে ছিলো। আগামী দিনে দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণে কাজ করে যাবেন।
আরিফুল হক চৌধুরী সোমবার(১৭ মার্চ) বিকেল ৪টায় কানাইঘাট সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছোটদেশ নয়াবাজার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাইঘাটে গুরুত্বপূর্ণ বোরহান উদ্দিন সড়কের বেহাল অবস্থার কথা ইফতার মাহফিলে তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, এ নিয়ে এলজিইডি সিলেটের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, যাতে করে দ্রুত বোরহান উদ্দিন সড়ক সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়