Monday, March 17

কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন প্রবাসী


কানাইঘাট নিউজ ডেস্ক ::

সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে প্রাণ হারিয়েছেন রশিদ আহমদ নামের এক কাতার প্রবাসী। আজ সোমবার ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনে খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ ঐ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজ রোববার দিবাগত রাত চারটার দিকে তিনি ঐ বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয়। পরে  রাজু ও সাজু রশিদ আহমদকে মারতে থাকেন। এরমধ্যে রশিদের শরীরে চুরির আঘাত লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল সিলেটভিউকে বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামালা দায়ের হয়নি। কেউ আটকও নয়। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়