Saturday, March 15

কানাইঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলায় শনিবার  ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৩৫৫ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তেত্রিশ হাজার ৯৪০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়