Wednesday, February 5

কানাইঘাটে তারুণ্যের মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: 

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলা প্রসাশনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের মেলার আয়োজন করা হয়েছে।

 

বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তারুণ্যের মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।মেলায় উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের স্টল অংশ গ্রহন করে।

 

এছাড়া তারুণ্যে মেলা উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশাত্বকবোধক সংগীত অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্গন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

 

তারুণ্যে মেলার উদ্ভোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তরুনদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে দেশকে সবদিক থেকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে, এর অন্যতম উদ্দ্যোগ হচ্ছে তারুণ্য মেলা। সরকারের উদ্দ্যোগ বাস্তবায়নে সারাদেশের প্রসাশন কাজ করে যাচ্ছে যাতে করে উপজেলা প্রসাশনের দপ্তরগুলো জুলাই-আগষ্টের আখ্যাংকার প্রতিফলন করে সরকারের সেবা জনসাধারনের দুড়গুড়ায় পৌছে দিতে পারে।

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধীজনদের উপস্থিতিতে তারুণ্যের মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ ভর্মন, কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়্যাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কানাইগাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ আরো অনেকে।

 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়