কানাইঘাট নিউজ ডেস্ক:
জুলাই বিপ্লবের চেতনা ধারণা করে নতুন সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। হামিদা ফাউন্ডেশন ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
শনিবার সকাল ১১টায় স্থানীয় ছোটদেশ উচ্চ বিদ্যালয় মাঠে কানাইঘাট হামিদা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩১তম হামিদা ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মোঃ ইফতেখার আলম।
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মুজম্মিল আলী।
ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফয়সল উদ্দীনের স্বাগত বক্তব্যের পর বৃত্তিপ্রাপ্ত ২ জন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মুজম্মিল আলী বলেন, স্বচ্ছতা নিরপেক্ষতা এবং যুগপোযোগী প্রশ্ন প্রণয়ন উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশ হামিদা ফাউন্ডেশনকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়