নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি,সিলেট-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর এম.ফরিদ উদ্দিন।
রবিবার (৫ জানুয়ারি) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা গাড়িবহর নিয়ে তাকে বরণ করেন। এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে বিশাল গাড়ি বহর নিয়ে প্রফেসর এম ফরিদ উদ্দিন তার নির্বাচনী এলাকা কানাইঘাটে যান। বেলা ১টার দিকে তিনি কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসায় শায়িত উপ-মহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি পৌরসভাস্থ ইসলামিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তব্য প্রদানকালে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরে বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আবারো নতুন করে সাজাতে হবে,সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়