Sunday, January 5

কানাইঘাট সাতবাঁক ইউনিয়নে টিসিবি’র স্মার্টকার্ড বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্যের কার্ডধারীদের নাম যাচাই বাছাইয়ের পর কার্ডধারীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম বলেন, সম্প্রতি সরকারের নির্দেশে তার ইউনিয়নের টিসিবি পণ্যের কার্ডধারীদের নাম যাচাই, বাছাই করা হয়। উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ কাজটি নিরপেক্ষভাবে সম্পাদন করেন। যাচাই-বাছাই কালে তার ইউনিয়নের ৯২০ জন কার্ডধারীর মধ্যে প্রবাসী/মৃত ব্যক্তিদের ১৫টি টিসিবি কার্ড বাতিল করা হয়। বর্তমানে কার্ডধারীদের মধ্যে টিসিবি’র স্মার্ট কার্ড বিতরণ অব্যাহত রয়েছে এবং ইউনিয়নে সরকারের চলমান উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে চেয়ারম্যান আবু তায়্যিব শামীম জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়