Thursday, January 2

কানাইঘাট বাজারে ইউএনও’র অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন কানাইঘাট বাজারের মূল সড়ক ও গলিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ধান ব্যবসায়ী ও মোদী-স্টেশনারী এবং ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা নাসরীন পৌরসভার কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে কানাইঘাট বাজারে এ অভিযান চালান।

 

এ সময় স্থানীয় সরকার পৌর আইন ২০৯ এর রাজপথ ও জনপথ দখল আইনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মামলা দায়েরের মাধ্যমে ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন।

 

অভিযানকালে বাজারের মূল সড়কে ধানের বস্তা, ক্রোক্রারীজ মালামাল ও স্টীলের মালামাল রাখার দায়ে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে বাজারের পথ দখল করবেন না বলে ৫ ব্যবসায়ী মুছলেখা প্রদান করেন।

 

বাজারের ফুটপাত ও গলিপথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান থাকবে বলে নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা নাসরীন জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়