Saturday, January 4

কানাইঘাটে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট সড়কের বাজারে এক মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট ছিনতাইয়ের শিকার হয়েছেন। মোটরসাইকেলের গতিরোধ করে ৩ দুর্বৃত্ত কর্তৃক তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সড়কের বাজারের মোবাইল এক্সেসরিজ ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী আব্দুস শহিদ খান গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলিনে।


পথিমধ্যে শাহাপুর গ্রামের পাকা রাস্তার বাট্টিমোরা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত তার সাইকেলের সামনে এসে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ব্যবসায়ী আব্দুস শহিদকে মারধর করে তার সাথে থাকা ব্যবসার নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুস শহিদ জানান, ছিনতাই কারী ৩ জনেই হেলমেট ও সাদা রং এর জ্যাকেট পরিহিত থাকায় তাদের কাউকে তিনি চিনতে পারেননি। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়