Wednesday, January 1

কানাইঘাট-জকিগঞ্জবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রফেসর এম.ফরিদ উদ্দিন

 


কানাইঘাট নিউজ ডেস্ক:

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কানাইঘাট-জকিগঞ্জ তথা দেশ এবং প্রবাসের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ‌্য  বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর এম.ফরিদ উদ্দিন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি তার শুভেচ্ছা বার্তায় জানান, নতুন বছর বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সকল গ্লানি, অন্যায়-উৎপীড়ন, নির্যাতন, নববর্ষের শুরুতেই আমি এ কামনা করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল পূর্নতা-অপূর্ণতা, দুঃখ-বেদনাকে পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে দূর্বার গতিতে এগিয়ে যাক আমার প্রাণের বাংলাদেশ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়