Monday, December 16

বিজয় দিবসে কানাইঘাট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী


নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়।

 

বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসআদ আহমদ সহ ক্লাব নেতৃবৃন্দ।

 

এছাড়াও ক্লাব নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।

 

আলোচনা সভায় মহান স্বাধীনতার আকাঙ্খা বাস্তবায়নে আগামী দিনের সমৃদ্ধি বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়