Tuesday, December 3

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা, নিহত ১১

 


গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি হয়েছে। ইসরায়েলের ভারী হামলায় দক্ষিণ লেবাননে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

এদিকে মধ্য ও উত্তর গাজায় হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার পর ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ খান ইউনিসের কিছু অংশে ফিলিস্তিনিদের জন্য নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। খবর আল জাজিরার।

এদিকে আল জাজিরা আরবি সংবাদদাতা জানান, মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ শহরের একটি ভবনে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে। দক্ষিণে ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের পূর্বে আল-জাইনা আশেপাশে আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে এবং খান ইউনিস শহরের উত্তর-পূর্বে বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজা শহরের শেখ রাদওয়ানের আশপাশে ‘পরপর অভিযান’ শুরু করেছে।

কেন্দ্রীয় নুসিরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি গোলাগুলির খবর পাওয়া গেছে।

গাজায় ইসরায়েলের গণহত্যায় গত বছরের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৪ হাজা্র ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ পাঁচ হাজার ৩৫৮ জন আহত হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৯৬১ জন নিহত এবং ১৬ হাজার ৫২০ জন আহত হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়