Tuesday, December 3

ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

 


ভারতের সব টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটকারী সৈয়দা শাহিন আরা লাইলির আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী এখলাছ।

রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিপিকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে।

আবেদনে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ও ২০ ধারা উল্লেখ করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়