Friday, December 20

কানাইঘাটে শতাধিক নবীন ছাত্রের ছাত্র জমিয়তে যোগদান


কানাইঘাট নিউজ ডেস্ক  :

সিলেটের কানাইঘাটে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী জমিয়তের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র জমিয়তে যোগদান করেছেন। এ উপলক্ষে ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি হাফিজ মুশাহিদের সঞ্চালনায় যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলতাফ হোসেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি লুকমান হাকিম,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন,জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন, পৌর জমিয়তের সভাপতি মাওলানা এবাদুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ সহ উপজেলা ছাত্র জমিয়তের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়