কানাইঘাট নিউজ ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।
গেল রোববার (১ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, বুধ ও বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলাধীন জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র জোয়ানরা অভিযান চালায়।
এসময় বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১২হাজার কেজি ভারতীয় চিনিগুড়া চাল, ৩হাজার ৫৮০কেজি চিনি, ১০০কেজি তালমিছরি, ১টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ী, ৯টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩লক্ষ ২৯হাজার টাকা।
এর আগের ৩দিনেও একই অঞ্চলে অভিযান চালিয়ে ৬হাজার ৩০০কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬পিস কাশ্মীরি রুমাল, ১৬০কেজি চা-পাতা, ১টি পালসার মোটরসাইকেল এবং ১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯লক্ষ ৯৮হাজার ২০০ টাকা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়