নিজস্ব প্রতিবেদক:আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট স্টেডিয়ামে দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বেশ কয়েকটি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। বিকেল ৪টায় ফাইনাল খেলায় ইউরেকা চতুল ঈদগাহ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ইলেভেন সুলজার স্পোর্টস একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া খেলায় অংশগ্রহণকারী অন্যান্য দলকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কানাইঘাট পৌর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা কানাইঘাট ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, কমিটির উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কয়ছর আলম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, পৌর শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, কানাইঘাট উপজেলা ফুটবল দলের কোচ কৃতি ফুটবলার আকমল হোসেন সহ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক প্রশংসনীয় উদ্যোগও গ্রহণ করেছিলেন, খেলাধূলাকে তিনি সব-সময় ভালবাসতেন। তার নামে গড়ে ওঠা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সারাদেশে ফুটবল সহ অন্যান্য খেলাধুলার আয়োজনের মাধ্যমে প্রতিভাবানদের খোঁজে বের করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়