Friday, December 6

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

 


দুর্দান্ত বোলিংয়ের পর আস্থাশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল টাইগার যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।

দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৭.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

একই দিন শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পা দেয় টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয়।   

টাইগার যুবাদের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের সামনে ছিল ১১৭ রানের সহজ জয়ের লক্ষ্য। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার কালাম সিদ্দিকী (০) ও জাওয়াদ আবরার (১৮) ফিরলেও সেই চাপ সহজেই সামলে নেয় বর্তমান শিরোপাধারীরা।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস ৫৭ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দেন। জেমস ৩৬ বলে ৪টি চারে ২৬ রান করে সাজঘরে ফেরেন। 

আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে খেলে ফিফটির দেখা পান। ৪২ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। পাঁচ রানে অপরাজিত থাকা রিজান হোসেনকে নিয়ে টাইগার কাপ্তান চতুর্থ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। 

এর আগে দলীয় স্কোর পঞ্চাশ পেরোনোর আগেই ৩ উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফেরেন। সপ্তম উইকেটে দলের হয়ে সর্বাধিক রান করা ফারহান ইউসুফ (৩২) ও ফাহাম-উল-হক ৩৪ রানের জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান। এরপর ৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বো হাতে ঝলসে উঠে ম্যাচসেরার পুরস্কার জেতা ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে পান ৪ উইকেট। মারুফ মৃধা ২টি ও একটি করে উইকেট নেন আল ফাহাদ এবং দেবাশীষ দেবা।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আসরটির শিরোপা জিতেছিল টাইহার যুবারা। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নামবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়