Wednesday, December 25

কানাইঘাট দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ দলিল লেখক সমিতি কানাইঘাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ডিসেম্বর) সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচনে সভাপতি পদে সিনিয়র দলিল লিখক ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফয়জুর রহমান বিজয়ী হন।

অন্যান্য পদের নির্বাচনে সহ সভাপতি পদে আবু শহিদ, সাংগঠনিক সম্পাদক পদে আহমদ হোসেইন বিজয়ী হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল খালিক, কোষাধ্যক্ষ পদে আমির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুহুল আমিন পূর্বেই নির্বাচিত হন।

সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র দলিল লেখক হাজী মঈন উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের দায়িত্বে ছিলেন সদস্য সচিব শাহিন আহমদ, বাবুল আহমদ, আব্দুল খালিক, দিলীপ কুমার নাথ।

নির্বাচনে সভাপতি ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নিবন্ধিত ৩৭ জন দলিল লিখকের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন চলাকালে উপজেলা সাব-রেজিস্ট্রার, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রেসক্লাব নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

বিজয়ী নেতৃবৃন্দ সকল দলিল লেখককে সাথে নিয়ে সমিতির উন্নয়নসহ জমি বেঁচা-কেনা ও দলিল সম্পাদনের ক্ষেত্রে সবাইকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়