Thursday, December 19

একই নম্বর থেকে একাধিক ফোনে একসঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন কীভাবে?

 একই নম্বর থেকে একাধিক ফোনে একসঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন কীভাবে?

একাধিক ফোনে একসঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন কীভাবে? ছবি: সংগৃহীত

একটি ফোনে হোয়াটসঅ্যাপ চালু থাকলে, সেটি লগ আউট না করা অবধি অন্য ফোনে হোয়াটসঅ্যাপ খোলাই যেত না এত দিন। ফলে যদি দুটি ফোন থাকে, তাহলে একই সময়ে দুটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলাও যেত না। চাইলেও দুটি ফোন থেকে একই সময়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করা বা মেসেজ করাও যেত না। 

কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্সনে এই সমস্যার সমাধান করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এখন দুটি আলাদা ফোন থেকে একই সময়ে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে। কেবল দুটি ডিভাইস নয়, চাইলে একসঙ্গে চারটি ডিভাইসেও খোলা যাবে হোয়াসটঅ্যাপ।


কীভাবে তা সম্ভব?

প্রথমে যে ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে সেটি খুলুন।

এবার উপরে ডান দিকে যে তিনটি বিন্দু আছে, সেখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে গিয়ে সেটিংস অপশনে যান।

সেটিংস খুলে সেখানে দেখবেন ‘লিংক ডিভাইস’ বলে একটি অপশন আছে। সেটিতে ক্লিক করুন। দেখবেন, কিউআর কোড স্ক্যানার খুলে যাবে।

এবার অন্য ফোনটিতে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল না করা থাকে, তাহলে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে আগে ইনস্টল করে নিন।

হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি খুলুন। দ্বিতীয় ফোনের নম্বর যেহেতু আলাদা তাই সেখানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টও আলাদাই হবে। কিন্তু আপনি আগের নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ করতে চান। তাহলে একই ভাবে দ্বিতীয় ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

ড্রপ ডাউন মেনু খুললে সেখানে ‘লিংক অ্যাস এ কম্প্যানিয়ন ডিভাইস’ অপশনে যান। সেখানেও একটি কিউআর স্ক্যানার খুলবে। এবার দ্বিতীয় ফোনের কিউআর কোড স্ক্যানার দিয়ে প্রথম ফোনের কিউআর কোডটি স্ক্যান করুন। যদি ঠিক ভাবে করতে পারেন, তাহলে দুটি ফোনেই একই হোয়াটসঅ্যাপ খুলে যাবে। একই সময়ে দুটি ফোনেই মেসেজ দেখতে পারবেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়