Wednesday, December 18

কখন আকিকা করা সুন্নত

 কখন আকিকা করা সুন্নত

সুন্নাহ অনুযায়ী সপ্তম দিন আকিকা করা উচিত। ছবি: সংগৃহীত

শিশুর জন্মের পর সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়া নিয়ম। রাসুল (সা.) হাদিসে সপ্তম দিনেই আকিকা দেওয়ার কথা বলেছেন। সুন্নাহ অনুযায়ী সপ্তম দিন করা উচিত। অনেকের মতে এর পরে করলে আকিকা হবে না।

তবে আলেমদের কেউ কেউ বলেছেন, কেউ সপ্তম দিনে করতে না পারলে, চৌদ্দতম দিনে কিংবা একুশতম দিনেও করা যায়। অনেকে বলেছেন, তাও না হলে পরবর্তী যেকোনো সময় করলেও আকিকা আদায় হয়ে যাবে। তবে যখনই করা হোক, সপ্তমের খেয়াল রাখা। কাম্য যেদিন জন্ম হয়, যেমন সোমবারে জন্ম হলে তার আগের দিন তথা রবিবারে করলেই সপ্তম দিনের হিসেব ঠিক থাকবে। বিস্তারিত জানার জন্য নিম্নোক্ত ফতোয়াটি দেখুন-

আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। হাদীস শরীফে এসেছে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল শিশুই তার আকিকার বিনিময়ে বন্ধকস্বরূপ থাকে। জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে আকিকা জবাই করতে হবে,তার নাম রাখতে হবে এবং মাথা মুণ্ডাতে হবে।” –(সুনানে তিরমিযী, হাদীস নং ১৫২২)

মোল্লা আলী ক্বারী (রহ.) উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন, “আকিকার বিনিময়ে বন্ধকস্বরূপ হওয়ার অর্থ, বিপদ-আপদ থেকে শিশুর নিরাপদ থাকা, আকীকার সাথে সম্পৃক্ত। অথবা সন্তান হলো বন্ধকি বস্তুর ন্যায়, আকিকা দেওয়া ব্যতীত যা যথার্থ কল্যাণে আসে না । কেননা শিশু হলো পিতা-মাতার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অতএব তাদের জন্য আবশ্যক হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। কেউ বলেন, এর অর্থ পিতা-মাতার জন্য বাচ্চার সুপারিশ করা আকীকার সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ কোনো শিশু তার আকিকা না করা অবস্থায় মারা গেলে পিতা-মাতার জন্য সুপারিশ করবে না।” -(মিরকাত: ৭/২৬৮৭)

ইমাম ইবনুল কায়্যিম (রহ.) বলেন, “আল্লাহ তায়ালা সন্তানের আকিকা করাকে শয়তান থেকে তার মুক্তির মাধ্যম বানিয়েছেন, যে শয়তান ভূমিষ্ঠ হওয়ার সময় থেকেই তার পেছনে লেগে থাকে এবং তার কোমরে আঘাত করে (যার দরুণ বাচ্চা তখন কান্না করে)। অতএব আকিকা হলো, বাচ্চাকে শয়তানের কবজা হতে এবং আখিরাতের জন্য তার পুণ্যকর্ম সাধনে শয়তানের বাধা হতে মুক্তির মাধ্যম।” - (তুহফাতুল মাওদুদ: ৭৪)

সুতরাং একজন দায়িত্বশীল ও সচেতন অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব, বাচ্চার জন্মের সপ্তম দিনেই আকিকা করা। যদি সপ্তম দিনে করতে না পারে, তাহলে চৌদ্দতম দিনে। তা না পারলে একুশতম দিনে করলেও আদায় হয়ে যাবে। কিন্তু এর পরে করলে অনেকে বলেছেন, আকিকা আদায় হবে না, তবে কেউ কেউ বলেছেন, এর পরে করলেও আদায় হবে এবং এক্ষেত্রেও পরবর্তী যেকোনো সপ্তম দিনের খেয়াল রাখা কাম্য। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়