নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলার শ্রেষ্ঠ মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার( রোগ নিয়ন্ত্রণ) ডা: রিয়াজ মাহমুদ তমাল।
২০২৪ সালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ম দক্ষতা ও মাঠ পর্যায়ে দক্ষতার জন্য তাকে সিভিল সার্জন অ্যাওয়ার্ড-এ ভূষিত করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিলেট সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার ও কর্মচারীবৃন্দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা: রিয়াজ মাহমুদ তমাল অতিথি বৃন্দের কাছ থেকে পুরষ্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন অ্যাওয়ার্ড-২৪ জেলা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.জন্মেজয় দত্ত।
সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ডা: রিয়াজ মাহমুদ তমাল বলেন, সরকারী চাকরী জীবনের প্রথম কর্মস্থল হচ্ছে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে কাজ করে সম্মাননা পেয়ে সত্যিই আমি আনন্দিত। এ সম্মাননা পাওয়ায় তিনি সিলেটের সুযোগ্য সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ এবং সহকর্মী মেডিকেল অফিসার, হাসপাল স্টাফ, সকল মাঠকর্মী ও সিএইচসিপিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়