নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে ‘আই কেয়ার হাসপাতাল’র তত্ত্বাবধানে ও ‘ইব্রাহিম হেল্পিং ট্রাস্ট ইউ.এস.এ’র সার্বিক সহযোগিতায় এবং ইসলামি সমাজ কল্যাণ পরিষদ বীরদলের ব্যাপস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের বীরদল এন.এম একাডেমি মাঠে অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জারউল্লাহ’র সভাপতিত্বে ও বর্তমান প্রধান শিক্ষক মাহবুবুল হকের পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম হেল্পিং ট্রাস্ট ইউ.এস.এ’র চেয়ারম্যান মোহাম্মদ সামিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক ডা: মইনুল হক,অধ্যাাপক সাইফুল আলম,মানবাধিকার কর্মী মুহিবুর রহমান মনির।বক্তব্য রাখেন আই কেয়ার হাসপাতালের পরিচালক সাইয়্যেদ কতুব উদ্দিন,চক্ষু বিশেষজ্ঞ ডা. মেহেদি হাসান।
দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র, বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়