Monday, December 9

মুখে দুর্গন্ধ থেকে ঠোঁটফাটা: অবহেলা নয়, কোনো রোগের লক্ষণ কিনা জানুন

 


মুখের স্বাস্থ্যের সাহায্যে পুরো শরীরের স্বাস্থ্য অনুমান করা যায়। ব্রাশ করার পরও অনেকের মুখে দুর্গন্ধ হতে থাকে। তাই কেউ কেউ মাড়ি খারাপ হওয়ার অভিযোগ করেন।

আপনি যদি বারবার দাঁতের ব্যথা, নিঃশ্বাসের দুর্গন্ধ বা মুখের স্বাস্থ্যের সমস্যায় ভুগে থাকেন, তবে এটি একটি লক্ষণ যে আপনি এই রোগগুলোর খপ্পরে পড়েছেন। জেনে নিন কোন স্বাস্থ্যের অবস্থা মৌখিক সমস্যা নির্দেশ করে।

ঠোঁটফাটা

অনেকের ঠোঁটের প্রান্তে ফাটল ধরে। এই ছেঁড়া প্রান্তগুলো অনেক ব্যথা করে। আপনার ক্ষেত্রেও যদি এমনটি হয়ে থাকে তবে তা ভিটামিন বি২ এর অভাবের কারণে। এছাড়া শরীরে জিঙ্কের ঘাটতি হলে ঠোঁট ফাটাও হয়।

ঘন ঘন শুষ্ক মুখ

প্রচুর পানি পান করার পরও যদি আপনার মুখ শুকিয়ে যায়। বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় মুখ শুষ্ক ও তৃষ্ণার্ত হলে তা ডায়াবেটিসের লক্ষণ। অবিলম্বে আপনার চিনির মাত্রা পরীক্ষা করুন।

দুর্গন্ধ

দুর্গন্ধ অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা নির্দেশ করে। বদ হজম ও মাড়ির কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। শরীরে পানির অভাব, কম লালা উৎপাদন এবং মানসিক চাপের কারণেও দুর্গন্ধ হয়।

দাঁতে গর্ত

দাঁতে গর্তের কারণ ক্যাভিটি। যদি আপনার দাঁতে গর্ত দেখা যায় তবে এটি আপনার দাঁতে কৃমির উপস্থিতির লক্ষণ।

দাঁতের সংবেদনশীলতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে এবং ক্যালসিয়াম শরীরে ঠিকমতো শোষিত না হলে দাঁতের গোড়া দুর্বল হয়ে পড়ে। কখনো কখনো তারা পেছনের দিকে পিছলে যায় এবং বাতাসের সংস্পর্শে আসার কারণে বা গরম বা ঠান্ডা জিনিস খাওয়ার কারণে সংবেদনশীল হয়ে পড়ে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়