Wednesday, December 25

কানাইঘাটে বড়দিন উদযাপিত


নিজস্ব প্রতিবেদক:

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কানাইঘাটের খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে পালন করেছেন। শুভ বড়দিন উপলক্ষ্যে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী রাতাছড়া, মঙ্গলপুর, নূনছড়া, লোভাছড়া চা-বাগানে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উপাসনালয় গীর্জায় সমবেত হন।

 দিনভর খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীষু খ্রীষ্টকে নানাভাবে ধর্মীয় প্রার্থনার মাধ্যমে স্মরণ করেন তারা, পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া শুভ বড়দিন উপলক্ষ্যে মঙ্গলপুর ও রাতাছড়া গীর্জাকে সাজানো হয় এবং সেখানে নারী-পুরুষ ও শিশুরা নানা অনুষ্ঠানের মাধ্যমে বড় দিনের আনন্দ উৎসবে মেতে উঠেন।

 

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, সুরইঘাট ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়