নিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাট পৌর শহরে অফিস খোলে ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’ থেকে ঋণ দেয়ার নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে পালিয়েছে একটি প্রতারক চক্র। উপজেলার বিভিন্ন গ্রামের সহজ-সরল নারী-পুরুষ লোভনীয় ঋণের আশ্বাস দিয়ে অনুমান ১০/১২ দিন পূর্বে কানাইঘাট পল্লীবিদ্যুতের পশ্চিম পাশে রায়গড় গ্রামের এক প্রবাসীর বাসা ভাড়া নিয়ে ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’র অফিস খোলা হয়।
অফিস খুলে সহজ শর্তে লোভনীয় ঋণের আশ্বাস দিয়ে কথিত ভূয়া এ অফিসের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সহজ-সরল নারী-পুরুষকে নিয়ে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তি পরিশোধের কথা বলে জনসাধারণকে উদ্বুদ্ধ করে।
এভাবে কয়েক’শ নারী-পুরুষকে ভূয়া এ ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’র সদস্য করে সবার কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণের বিপরীতে ৬ হাজার টাকা, ১ লক্ষ টাকায় ১১ হাজার, ২ লক্ষ টাকায় ২২ হাজার চক্র হারে কোন ধরনের রশিদ ছাড়াই এ অফিসের কর্মকর্তা ও মাঠকর্মীরা প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়।
সবাইকে রোববার (২৯ ডিসেম্বর) অফিস থেকে ঋণের টাকা নেয়ার জন্য বলা হলেও রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঋণ নেয়ার জন্য লোকজন অফিসে এসে দেখেন অফিস তালাবদ্ধ, কর্মকর্তা-মাঠকর্মী পরিচয়দানকারী সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই অফিস তালাবদ্ধ করে ঋণ দেয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’র কর্মকর্তা ও মাঠকর্মী পরিচয়দানকারী প্রতারকরা পালিয়ে যায়। সাইনবোর্ডে রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ডের হেড অফিসের ঠিকানা আর.সি ভবন ২য় তলা, সেভয় আইসক্রিম ফ্যাক্টরী সংলগ্ন, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা–১২১৫ ও ইমেইল এড্রেস খোঁজ করে কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
ঋণ পাওয়ার লোভে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগী অনেকে ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’র ফিল্ড অফিসার পরিচয়দানকারী প্রতারক মশফিকুর রহমান ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তালাবদ্ধ অফিস পরিদর্শনও করেছে।
জানা গেছে- ‘রেনেসাঁ কমিউনিটি লোন ফান্ড’র অফিস খুলে সিলেটের বিভিন্ন উপজেলায় এভাবে শত শত মানুষের কাছ থেকে ঋণ দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রতারক এ চক্রকে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন।
শেয়ার করুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়