Monday, November 25

ইমরান খানের স্ত্রীর বিরুদ্ধে আরো ৩ মামলা

 


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় উস্কানি এবং অন্যান্য অভিযোগে গত শনি (২৩ নভেম্বর) ও রোববার গুজরানওয়ালার বিভিন্ন থানায় এই মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে তার একটি ভিডিও বক্তব্যে সৌদি আরবের সমালোচনা করার অভিযোগও রয়েছে।

গুজরানওয়ালার সদর, সিভিল লাইনস এবং গাখার মান্ডি থানায় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে দুটি মামলা গত শনিবার দায়ের হয়।

তবে রোববার গাখার মান্ডি থানায় দায়ের করা একটি নতুন মামলার অভিযোগে সুলতানপুরার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাঈদ বাট উল্লেখ করেন, তিনি একটি রেস্টুরেন্টে বসেছিলেন যেখানে বুশরা বিবির একটি বক্তব্য সম্প্রচারিত হচ্ছিল। সেই বক্তব্যে তিনি সৌদি আরবকে শরিয়া আইন থেকে বিচ্যুত বলে উল্লেখ করেন, যা পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কের জন্য অপূরণীয় ক্ষতি করেছে।

এই মামলাটি পাকিস্তান দণ্ডবিধির ২৯৫এ, ২৯৮, ১৫৩ এবং ১২৬ ধারায় এবং ২০১৬ সালের ডিজিটাল অপরাধ প্রতিরোধ আইনের অধীনে দায়ের করা হয়।

একই ধরনের মামলা ওকারা থানাতেও দায়ের করা হয়েছে। এর আগে, বুশরা বিবির বিরুদ্ধে ডেরা গাজি খান, রাজনপুর ও লাইয়ার বিভিন্ন থানায় সৌদি নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্যের জন্য তিনটি মামলা দায়ের করা হয়।

সূত্র: ডন নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়