Wednesday, November 6

ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ বললেন ট্রাম্প

 


মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

ভাষণে সর্মথকদের চিৎকারের মধ্যেই ইলন মাস্কের সম্পর্কে কথা বলতে শুরু করেন ট্রাম্প। বলেন, তার প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিলেন মাস্ক।

এসময় মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন ট্রাম্প। তিনি জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।

এছাড়া মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটানোর পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, মার-এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গেই নির্বাচনের রাতটি কাটাতে চান তিনি।

প্রসঙ্গত, ট্রাম্পের হয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিলেন ইলন মাস্ক। একই সঙ্গে ট্রাম্পের নির্বাচনি প্রচারে প্রায় ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন জানান ইলন মাস্ক। অবশ্য এর জন্য তাকে ডেমোক্র্যাটদের তোপের মুখে পড়তে হয়। খোদ প্রেসিডেন্ট জো বাইডেন মাস্কের সমালোচনা করেন। এমনকি মাস্ককে অবৈধ অভিবাসী বলে দাবি করেছেন বাইডেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়