Sunday, November 3

'তারুণ্যের আলো লখাইরগ্রাম'-এর আত্মপ্রকাশ


নিজস্ব প্রতিবেদক:

মানুষের মৌলিক অধিকার খাদ‌্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা নিয়ে মানবিক কাজ করার লক্ষ‌্যে  সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ‘তারুণ্যের আলো লখাইরগ্রাম’ নামের একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।


শনিবার (২ নভেম্বর) বড়চতুল ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।


আনোয়ারুল হক,আবুল খয়ের ও আবুল হাসনাতকে উপদেষ্টা করে সকলের মতামতের ভিত্তিতে লোকমান হোসেনকে সভাপতি ও আবু সুফিয়ান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও ২১ সদস‌্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস‌্যরা হলেন-সহ সভাপতি আশিক উদ্দিন, আশিক উদ্দিন (২) সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুশাদ্দেক,সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন (১) ,সহ- সাংগঠনিক মজনু মিয়া, অর্থ সম্পাদক মো: ছয়ফুল্লাহ, সহ অর্থ সম্পাদক রাসেল আহমদ,প্রচার সম্পাদক জাহেদ আহমদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান (২), ক্রিড়া সম্পাদক জলাল উদ্দিন, শিমুল আহমদ ,ধর্ম বিষয় সম্পাদক  হাফিজ সুহেল আহমদ ,মাওলানা আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক  রাইহান উদ্দিন, সালমান উদ্দিন, প্রকাশনা সম্পাদক  কলিম উদ্দিন।


আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দরা বলেন, 'তারুণ্যের আলো লখাইরগ্রাম' অর্ধ শতাধিক উদ্যোমী তরুণ ও যুবকের অংশগ্রহণে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোগে এতিম শিশু ও বিধবা মহিলাদের সাহায্য করা,গরীব অসহায় ছাত্র/ছাত্রীদের সাহায্য করা, গরীব অসহায় রোগীদের সাহায্য করা,পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য কাজ করা, গুণীজনকে সংবর্ধিত করা, সদস্যদের মধ্যে কেউ বিপদের সম্মুখীন হলে তাকে সাহায্য করা,সমাজে সচেতনতামূলক সেমিনার করা,প্রাকৃতিক দূর্যোগ যেমন-বন্যা, ভূমিকম্প, জ্বলোচ্ছাস ইত্যাদিতে অসহায়দের পাশে দাঁড়ানো ও সাহায্য করা,মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান উপলক্ষে সংর্বধনা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়