কানাইঘাট নিউজ ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.) এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুরে নিজ বাড়ী সংলগ্ন মসজিদে জানাজা শেষে তার পিতা মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ.-এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ১২ দলীয় জোটের শীর্ষ নেতা জননেতা মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহ-সভাপতি ও সিলেট গওহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জমিয়ত যুগ্ম-মহাসচিব মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইস খান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. এ কাশেম ইসলামাবাদী, সহ সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম, ঢাকা মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, ঢাকা মহানগরী জমিয়তের সাধারণ সম্পাদক ও ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী আতাউর রহমান খাঁন, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী রিদওয়ানুল বারি সিরাজী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী সুহাইল আহমদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী নিজাম উদ্দিন আল আদনান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ খালেদ মাহমুদ প্রমূখ।
এর আগে গতকাল রাত ১১টার দিকে জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, মৃত্যুর পূর্বে প্রায় মাসখানেক ধরে তিনি হাসপাতাল এবং মৌলভীবাজারের নিজগৃহে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ব্যক্তিগত জীবনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হক রহ.-এর জামাতা। তার পিতা শায়েখ হাবিবুর রহমান রায়পুরী রহ. ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শাইখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়