Monday, November 25

যাত্রাবাড়ীর সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

 


রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও কোনো নিহত নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে কেউ নিহত হয়নি। অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। 

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়