রাজধানীর সাইন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩১ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর থেকে এই ঘটনাটি ঘটে। পরে বিকেল চারটা থেকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন, শাহরিয়ার(২১) ঢাকা কলেজের শিক্ষার্থী, নূর হোসেন (২৪), মো. তুষার (১৮) ঢাকা কলেজের শিক্ষার্থী, অনিম (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলেন শিক্ষার্থী, সেজন (১৮) ঢাকা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, রিফাত (২১) ঢাকা কলেজ অনার্স ২০-২১ শিক্ষার্থী, আরাফাত (২১) ঢাকা কলেজের অনার্স সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, নিরব (২১) ঢাকা কলেজের অনার্স জিওগ্রাফির শিক্ষার্থী, শরিফ (২১) ঢাকা কলেজ অনার্সের শিক্ষার্থী, ইয়াকুব (১৮) ঢাকা কলেজের শিক্ষার্থী, মেহেদী হাসান (২১) ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী, আল ইমরান (১৮) ঢাকা কলেজের শিক্ষার্থী, তানভীর (১৮) ঢাকা কলেজের শিক্ষার্থী, সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), অরিকুল তরিকুল ইসলাম রাজীব (২৫), মোহাম্মদ আলী (১৭), হাসান (১৮), ইসমাইল (১৮), ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাজফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮), মেহেদী (১৮)।
তবে কি নিয়ে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে শিক্ষার্থীরা কিছু জানায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ বিকেল থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসে।
জরুরী বিভাগের টিকিট কাউন্টারের সূত্রে আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৩১ জন। পরে আমরা তাদের জরুরী বিভাগের চিকিৎসার ব্যবস্থা করি। ইতিমধ্যেই অনেকেই জরুরি চিকিৎসা শেষে চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়