Sunday, November 17

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সেনা নিহত

 


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। শনিবার প্রদেশটির কালাত জেলার জোহান পার্বত্য এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, শাহ মারদানের কাছে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ছয় সন্ত্রাসী নিহত এবং আরও চারজন আহত হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হলে সাত সেনা নিহত হয়। 

আইএসপিআর আরো জানায়, ফন্ট্রিয়ার কোরের (এফসি) শাহ মারদান চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা রকেট, হাত বোমা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

কালাত বিভাগের কমিশনার নাঈম বাজি বলেন, ভোররাতে চালানো এ হামলায় ওই চেকপোস্টে মোতায়েন সাত সেনা নিহত ও আরো ১৮ জন আহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ও আহতদের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলে। ভারী অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ জনের মতো ব্যক্তি এ হামলায় অংশ নেয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়