Thursday, November 7

ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা, যে অনুরোধ করলেন কমলা


 যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।

কমলার নির্বাচনি ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন কমলা। এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন কমলা হ্যারিসের। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেন।

নির্বাচনে হেরে যাওয়ার পর প্রথম বক্তৃতায় হ্যারিস সমর্থকদের বলেন, “আমি জানি, অনেক লোক মনে করছে যে আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি, কিন্তু আমাদের সকলের সুবিধার জন্য, আমি আশা করি তা হবে না।”

মঙ্গলবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার ফলাফল জানা যায়। ভোটগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাতেই শুরু হয় ভোট গণনা। ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, বেশির ভাগ রাজ্যে ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। তার পরও সবার নজর ছিল দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ফলাফলের দিকে; কিন্তু বুধবার সকালের দিকে স্পষ্ট হতে শুরু করে ট্রাম্পই জয়ী হতে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২৯৫ ইলেকটোরাল কলেজ ভোট। কমলা পেয়েছেন ২২৬টি।

হ্যারিসের ভবিষ্যৎ এখন কী?

আগামী ২০শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ অবধি কমালা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট পদে তার কাজ চালিয়ে যাবেন। তবে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স শপথ নেওয়ার পর জো বাইডেন ও কমালা হ্যারিসের আর কোনও রাজনৈতিক পদ থাকবে না। কারণ যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বিরোধী দলের নেতা’ নামক কোনো পদ নেই।

তাই, প্রায় আড়াই মাস বাদে মিজ হ্যারিসের কোনও কাজ থাকবে না। তবে এটাও নিশ্চিত যে এরপর তার কাজের প্রস্তাবের অভাব হবে না।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়