নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার কলেজ,মাধ্যমিক,প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ এর উদ্যোগে বৃহৎ পরিসরে কার্যক্রম ও মেধাবৃত্তি প্রদান যাত্রা শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে শনিবার(২ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল ইসহাক চৌধুরী অডিটোরিয়ামে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,শিক্ষক সংগঠন ও সূধীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সহ-সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই সমাজসেবী এ.টি.এম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও মাস্টার শুভ্র কান্তি দাস চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন,‘সরকারের উন্নয়ন সত্বেও শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে সিলেটের দূরবর্তী উপজেলা জকিগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। জকিগঞ্জের সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী শিক্ষা ট্রাস্ট গঠন করে শিক্ষার্থীদের আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের মেধার বিকাশে বৃহৎ পরিসরে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন,ইতোমধ্যে জকিগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ভবিষতে সরকারের পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার প্রচার, মানবিক কার্যক্রমে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়