Thursday, November 28

আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনের

 


চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের নৃশংস হত্যাকাণ্ড ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসকন নেতারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় নেতা জ্যোতিশ্বর গৌর দাস ও সূর্যপ্রতি নারায়ন দাসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইসকন নেতারা বলেন, চিন্ময় দাস ব্রহ্মচারীকে নৈতিক ও চারিত্রিক স্খলনজনিত কারণে ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ ইসকনের কোনো সংগঠন নয় বলেও উল্লেখ করেন তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়