রাষ্ট্রবিরোধী মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী।
সোমবার দুপুরে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আটক চিন্ময় কৃষ্ণ চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
একইদিন সন্ধ্যায় ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিন্ময় কৃষ্ণকে আটক করতে চট্টগ্রাম পুলিশ আমাদের সহায়তা চেয়েছিল। আমরা গতকাল থেকে তাকে নজরে রাখছিলাম। আজ তাকে আটক করা হয়েছে। আমরা তাকে চট্টগ্রাম পাঠিয়ে দেব। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি।’
জানা গেছে, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে তাকেসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় লংমার্চের ঘোষণাও দিয়েছিল সনাতনী জানগণ মঞ্চ। পরে সেই কর্মসূচি স্থগিত করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়