Friday, November 22

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কানাইঘাট উপজেলা প্রশাসনের সভা


নিজস্ব প্রতিবেদক ::

২৭ নভেম্বর কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা বৃহস্পতিবার(২১ নভেম্বর)  সকাল   সাড়ে  ১১টায়   উপজেলা   সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফের সভাপতিত্বে স্মরণসভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর  মোহাম্মদ,   কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি  নিজাম   উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ,  পৌর জামায়াতের   সেক্রেটারী   মাও. ইকবাল   আহমদ,  কানাইঘাট  পৌর জমিয়তে উলামায়ে  ইসলামের সাধারণ  সম্পাদক   মাও. খালেদ,   ছাত্র  জমিয়তের সভাপতি মাও. গিয়াস উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। 

প্রস্তুতি   সভায়   উপজেলা   প্রশাসনের   উদ্যোগে   জুলাই  ও  আগস্ট   ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের   স্মরণসভা   সফল ভাবে   বাস্তবায়ন   ও  অন্যান্য কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়