ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে বোমাগুলো বাগানে পড়েছে।
শনিবার উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে হামলার সময় ওই বাড়িতে নেতানিয়াহু বা তার পরিবারের কেউই ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে রবিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছেন। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে।
এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ একটি পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনার তদন্ত চলছে।
দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে।
এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়