কানাইঘাট নিউজ ডেস্ক:
উপ-মহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর পূণ্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন বুধবার(২৭ নভেম্বর) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী ও নির্বাহী মুহতামিম আলিম উদ্দিন দূর্লভপুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-শিক্ষক ক্বারী হারুনুর রশীদের পরিচালনায় ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা বিভাগের শিক্ষক হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম দেওবন্দী।
বিশেষ অতিথির বয়ান পেশ করেন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান,শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদির শায়খে বাগরখালী, হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, হযরত মাওলানা মুশতাক আহমদ খান রস্তুমপুরী, হযরত মাওলানা হাফিজ হারুনুর রশীদ উজানীপাড়ী, হযরত মাওলানা মুবাশ্বির রামপ্রসাদী, হযরত মাওলানা হিলাল আহমদ শায়খে হরিপুরী, হযরত মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান হেমু, হযরত মাওলানা শিহাবুদ্দীন বড়চতুলী, হযরত মাওলানা হাফিয জুবায়ের আহমদ দেওবন্দী, হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম যশোরী।
বার্ষিক এনাম ও হিসাবের মাহফিলে জামেয়ায় অনুষ্টিত বিভিন্ন প্রতিযোগীতায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার নাযিম হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী হাফিজাহুমুল্লাহ। সহযোগিতা করেন হযরত মাওলানা আব্দুল হক গোবিন্দপুরী, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ দুর্লভপুরী, হযরত মাওলানা এনামুল হাসান সোনাপুরী, হযরত মাওলানা তায়্যিবুর রহমান মুশাহিদনগরী, হযরত মাওলানা জুনায়েদ শামসী।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ইমতিয়াজ আহমদ চাউরী, হযরত মাওলানা আব্দুল হক বড়চতুলী, হযরত মাওলানা জামিল আহমদ বায়মপুরী, মাওলানা মুফতি এবাদুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন সহ অসংখ্য হযরাত উলামা/তালাবা,আবনা, ফুযালা ও জামেয়ার ভক্ত অনুরক্তগন।
বিশাল ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর ও শিল্পপতি সিলেট আল হারামাইন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ওলিউর রহমান, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম, এ হান্নান,ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার জেনারেল কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসমাইল দুর্লভপুরী, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম খোকন, মো. ইজ্জাদুর রহমান চৌধুরী, আলহাজ্ব করামত আলী, সাবেক ২ নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, সাবেক কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন, সাবেক কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র ফখরুদ্দীন শামীম, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, মৌলভী ফরিদ আহমদ, কানাইঘাট উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমাছ উদ্দীন চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ বাহার, সাবেক কমিশনার মাওলানা হাবিব আহমদ, সাবেক কমিশনার মো.শাহাব উদ্দিন প্রমুখ।
ওয়াজ মাহফিলে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ভাবে পুরস্কারপ্রাপ্ত হাফিজ আযহারুল ইসলাম উসামা। তারানা পরিবেশন করেন মাওলানা শামসুদ্দীন ও ইয়াহইয়া আল মাহমুদ।
জামেয়ার বার্ষিক এনাম ও হিসাবের ওয়াজ মাহফিলে ১৪৩০ বাংলার কার্তিক মাস হইতে ১৪৩১ বাংলার আশ্বিন মাস পর্যন্ত বারো মাসের হিসাব ও প্রতিবেদন জামেয়ার মুহতামিম ও নাইবে মুহতামিম বুযুর্গদ্বয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়