Monday, November 25

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন


 সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকালে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বিজিবির এসব সদস্যদের মোতায়েন করা হয়। বিজিবি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মোল্লা কলেজে হামলা চালান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এর আগে মোল্লা কলেজের উদ্দেশে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল নিয়ে তাদের যেতে দেখা যায়। মোল্লা কলেজের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। পরে মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

সাড়ে চারটার দিকে ডিএমপি থেকে জানানো হয়, র‌্যাব-সেনাবাহিনীর সমন্বয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়