দেশে বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৯ কোটি ৮ লাখ ৬ হাজার। বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানির গ্রাহক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
সংস্থাটির ওয়েবসাইটে সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের তথ্য হালনাগাদ করা হয়েছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী— গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪৮ লাখ, রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ৫ কোটি ৭৮ লাখ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গ্রাহকসংখ্যা ৪ কোটি ১৬ লাখ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকসংখ্যা ৬৫ লাখ ২ হাজার।
এদিকে মোবাইল ফোনে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহার দ্রুতগতিতে কমছে। জুন মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৯৬ দশমিক ৮ মিলিয়ন। সেপ্টেম্বরে সেটা কমে হয়েছে ১৯০ দশমিক ৮৬ মিলিয়ন। প্রায় একই চিত্র ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও। জুনে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন ১৪২ দশমিক ১৭ মিলিয়ন। সেপ্টেম্বরে সেটা কমে দাঁড়িয়েছে ১৩৮ দশমিক ৬২ মিলিয়নে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়