Monday, November 25

কানাইঘাটে এসআরএসপির কার্যক্রম অগ্রগতি বিষয়ক কর্মশালা


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাটে শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রকল্প (এসআরএসপি) এর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা গতকাল সোমবার বিকেল ২টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।


কানাইঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ডবিøউএফপি, এফআইভিডিবি এর সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।


এফআইভিডিবি’র প্রকল্প মনিটরিং অফিসার ডা. শেখ তাওহিদা রহমানের সঞ্চালনায় শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রকল্প (এসআরএসপি)’র কার্যক্রম তুলে ধরে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ওয়াজিদ ওয়াসিফ, কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, এফআইভিডিবি ফোকাল পার্সন ফখরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস, উপজেলা সমন্বয়কারী মোঃ কাওছার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়