জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
জাবির সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত অটোরিকশাচালককে (৪০) আসামি করে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
বুধবার রাত ৯টা ৫০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের পেশকৃত ১১ দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ জানতে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় জাবি উপাচার্য শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপসমূহ তুলে ধরেন।
১. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলা দায়েরের নিমিত্তে জাবির সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে অজ্ঞাত অটোরিকশাচালককে (৪০) আসামি করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন এরইমধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত যানবাহক নিষিদ্ধ করে শাটল বাস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
৩. দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখাসহ ভবিষ্যত দুর্ঘটনা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৪. নিহত শিক্ষার্থীর ক্ষতিপূরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়ন করতে দ্রুততম সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট আহ্বান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পরে শিক্ষার্থীরা উপাচার্যের কথায় আশ্বস্ত হয়ে রাত ১১টার দিকে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে স্ব স্ব হলে ফিরে যান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়