অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত ও মৃত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক শিক্ষা বৃত্তি দেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সম্প্রতি এ ধরনের সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য মঞ্জুরি ও বৃত্তি নির্দেশিকা-২০২৩ অনুযায়ী অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত (অসচ্ছল) এবং মৃত সাংবাদিকদের ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতকত্তোর/সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি/স্টাইপেন্ড/এককালীন মঞ্জুরি নির্ধারিত ফর্মে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান করা হয়। এ আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সাংবাদিকতার স্বপক্ষে পরিচয়পত্র/প্রত্যয়নপত্র, সাংবাদিক হিসেবে পাঁচ বছর কাজ করার স্বপক্ষে সনদ/প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মৃত্যুবরণকারী সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে মৃত্যুসনদের কপি, শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষার্থীর মূল নম্বরপত্রের (মার্কশিট) ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত) থাকতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (http://www.bjwt.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়